প্রয়াগরাজ: একের পর এক দুর্ঘটনা মহাকুম্ভে। ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভে। একই জায়গায় আবার আগুন ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ছড়াল। পুড়ে ছাই হয়ে গেল একাধিক তাঁবু। ফের মহাকুম্ভের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে কুম্ভের ১৯ নম্বর সেক্টরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সেই একই জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় কুম্ভের ১৯ নম্বর সেক্টরে। এখানে একটি কল্পবাসী তাঁবুতে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার লিক করেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় দমকল। মিনিট দশেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কুম্ভের মুখ্য দমকল আধিকারিক প্রমোদ শর্মা জানান, ওমপ্রকাশ পাণ্ডে সেবা সংস্থানের বসানো একটি তাঁবুতে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে তিনটি ইঞ্জিন পাঠান হয়।

উল্লেখ্য, সদ্য মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনা এবং ৩টি বড় অগ্নিকাণ্ড ও বেশকিছু ছোটখাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৯ জানুয়ারি ১৯ নম্বর সেক্টরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে একডজনের বেশি তাঁবু ভস্মীভূত হয়ে যায়। এরপর গত ২৫ জানুয়ারি ফের আগুন লাগে কুম্ভের ২ নম্বর সেক্টরে জ্বলে যায় দুটি গাড়ি। গত শুক্রবারও ১৮ নম্বর সেক্টরে ইসকনের তাঁবুতে আগুন লাগে। বার বার এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মহাকুম্ভে যোগী সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।