শোকের ছায়া নেমে এল পুরুলিয়া জেলা প্রশাসনের অন্দরে। শনিবার হৃদরোগে প্রয়াত হলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রানা বিশ্বাস। কাজের মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই নানাবিধ রোগে ভুগছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।
রাণাবাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন) ক্যাডারের একজন সদস্য ছিলেন রানা বিশ্বাস। তিনি শুধু একজন দুর্দান্ত অফিসারই ছিলেন না, একজন নিখুঁত ভদ্রলোকও। তাঁর প্রয়াণে আমরা মর্মাহত। তাঁর শোকস্তব্ধ পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা।”