এবার বাংলায় বিশেষ আগ্রহ দেখাল অ্যামাজন ইন্ডিয়াও। যার ফলস্বরূপ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে বড় চুক্তি সারল বিশ্বের অন্যতম বড় এই ই-কর্মাস সংস্থাটি। বৃহস্পতিবার বিজিবিএসের মঞ্চে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই মউ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রাজ্যের এমএসএমই ব্যবসায়ীদের অ্যামাজন গ্লোবাল সেলিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে তাঁরা নিজেদের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও অঞ্চলে রপ্তানি করতে পারবেন। রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন, ছোট ব্যবসাগুলিকে যাতে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা যায় এবং আরও বেশি রপ্তানি করা সম্ভব হয় সেজন্য এই চুক্তি। রাজ্য সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং টেক্সটাইল বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে বলেন, “ছোট ব্যবসাগুলিকে ডিজিটালাইজ করা এবং রাজ্য থেকে রপ্তানি বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য। অ্যামাজনের এই ধরনের উদ্যোগ আমাদের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে, এই ধরনের উদ্যোগগুলি উদ্যোক্তাদের বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, পাশাপাশি রাজ্যের ডিজিটাল অর্থনীতির বৃদ্ধিতে অবদান রাখবে।”
অন্যদিকে অ্যামাজনের গ্লোবাল ট্রেড বিভাগের ডিরেক্টর ভূপেন ওকঙ্কর বলেন, “টেকনোলজি গ্রহণ দ্রুতগতিতে ছোট এবং মাঝারি ব্যবসাগুলির জন্য রপ্তানি সুযোগ বাড়াচ্ছে। ইকমার্স রপ্তানি বাজারে এক নতুন গতি এনেছে, যার ফলে ব্যবসাগুলির জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা এখন আগের তুলনায় অনেক সহজ। অ্যামাজন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়, রাজ্যের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং উদ্যোক্তাদের শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করবে। আমরা ভারতের ইকমার্স রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি এবং ২০৩০ সালের মধ্যে $৮০ বিলিয়ন রপ্তানি সক্ষম করতে বদ্ধপরিকর।” অ্যামাজন ইন্ডিয়া এই মউয়ের মাধ্যমে বাংলার ছোট এবং মাঝারি ব্যবসাগুলির জন্য তার গ্লোবাল সেলিং প্রোগ্রাম চালু করবে, যার মাধ্যমে তারা সরাসরি অ্যামাজনের বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছতে পারবে। অ্যামাজনের গ্লোবাল সেলিং প্রোগ্রাম ভারতের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা তাদের বিশ্বজোড়া বিক্রির জন্য প্রবেশের প্রতিবন্ধকতাগুলি দূরীভূত করে। এই প্রোগ্রামের মাধ্যমে, ভারতীয় ব্যবসাগুলি তাদের পণ্যগুলি বিশ্বজুড়ে বিক্রি করতে সক্ষম হবে। তাদের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে অ্যামাজনের বিতরণ ব্যবস্থা ও আন্তর্জাতিক উপস্থিতি।
উল্লেখ্য, বর্তমানে ভারতে ১.৫ লাখেরও বেশি ছোট এবং মাঝারি ব্যবসা এই গ্লোবাল সেলিং প্রোগ্রামের অংশ হিসেবে $১৩ বিলিয়ন রপ্তানি অর্জন করেছে। এসব ব্যবসাগুলি ইকমার্স রপ্তানি বাজারে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হয়েছে এবং সারা বিশ্বে তাদের পণ্যগুলি জনপ্রিয় করেছে। অ্যামাজন ইন্ডিয়া ২০৩০ সালের মধ্যে $৮০ বিলিয়ন রপ্তানি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা ভারতের ইকমার্স রপ্তানি খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বশেই অনুমান। অ্যামাজন গ্লোবাল সেলিং প্রোগ্রাম হল একটি ফ্ল্যাগশিপ ইকমার্স রপ্তানি উদ্যোগ, যা ভারতীয় মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে। ২০১৫ সালে এই প্রোগ্রামটি ভারতে চালু হয়েছিল এবং তারপর থেকে এটি ভারতের ছোট এবং মাঝারি ব্যবসাগুলির জন্য একটি কার্যকর বিক্রয় চ্যানেল হয়ে উঠেছে। এর মাধ্যমে, ভারতীয় ব্যবসাগুলি অ্যামাজনের আন্তর্জাতিক ওয়েবসাইট ও মার্কেটপ্লেসে তাদের পণ্য প্রদর্শন করতে সক্ষম হচ্ছে, ফলে তারা বিশ্বের ২০০টিরও বেশি দেশে এবং অঞ্চলে তাদের পণ্য পৌঁছাতে পারছে। আজ, অ্যামাজন গ্লোবাল সেলিং প্রোগ্রামের মাধ্যমে ভারতীয় উদ্যোক্তারা $১৩ বিলিয়ন রপ্তানি অর্জন করেছেন এবং তাদের পণ্যগুলি সারা বিশ্বের গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে। সর্বোপরি, এই মউ চুক্তি বাংলার ই-কমার্স খাতে এক নতুন দিগন্ত খুলে দেবে। ছোট ও মাঝারি ব্যবসাগুলির জন্য এ এক বড় সুযোগ, যা তাদের বিশ্বব্যাপী বাজারে প্রবেশের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের নতুন দিশা দেখাবে। এই উদ্যোগের মাধ্যমে, অ্যামাজন ইন্ডিয়া বাংলার ডিজিটাল অর্থনীতির প্রসার এবং উদ্যোক্তা সমর্থনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।