কলকাতা: সবুজ ঝড় উত্তর কলকাতার জে বি রায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতালে। কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ১৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ। মনোয়ন জমা দেওয়া তো দূরের কথা। মনোনয়ন তুলতেও আসেনি বিরোধীরা। সকল কুৎসা, জল্পনাকে ছাপিয়ে এই জয় বলে মনে করছে তৃণমূল ছাত্র পরিষদ। জয়ীদের প্রত্যেককে নেতৃত্বের তরফে জানানো হয়েছে অভিনন্দন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জে বি রায় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের জয় ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বারবার প্রশাসনের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে বিরোধী শিবির। এমনকি কুৎসা চরমে ওঠে। তবে সেই সমস্ত কুৎসায় জল ঢেলে ১৭-০-এ নির্বাচনে জয়ী ঘোষণা করা হল টিএমসিপিকে।

আরজিকর কাণ্ডের পরে বারবার বিরোধীরা কুৎসা করেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। সেই কুৎসা, মিথ্যা অভিযোগের বিরুদ্ধেই জবাব দিল এই জয়। এমনই মনে করছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের কথায়, এর থেকেই প্রমাণিত যে, আর জি কর-কাণ্ডে বাম-অতি বামেদের কুৎসা, অপপ্রচার ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ প্রত্যাখ্যাত। বাম-অতি বামেদের নাটকের মুখোশ খসে পড়েছে।
সবুজ ঝড়ে আপ্লুত জে বি রায়ের তৃণমূল ছাত্র সংগঠন। তৃণমূলের ছাত্র নেতৃত্ব বলেন, “বিরোধীদের লোক নেই, সংগঠনও নেই। ছাত্রছাত্রীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও উন্নয়নের উপরই ভরসা রেখেছে।”