প্রয়াগরাজ: মহাকুম্ভ নিয়ে সারা দেশে জল্পনা তুঙ্গে। একের পর এক দুর্ঘটনার পরে মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে। সদ্যই কুম্ভে পদদলিত হয়ে মৃত্যু হয় ৩০ জনের। তবে তা নিয়েও জল্পনা থামছে না। বিরোধীদের অভিযোগ, মৃত্যু হয়েছে শ্তাধিক কিন্তু সরকার তা গোপন করছে। এহেন পরিস্থিতিতে ফের মহাকুম্ভে বিপর্যয়। দাউদাউ করে আগুন জ্বলে উঠল মহাকুম্ভে।
জানা গিয়েছে, মহাকুম্ভের যমুনাপুরম সেক্টরে আগুন লাগে। আগুনের শিখা দেখামাত্রই তড়িঘড়ি নেভানোর কাজ শুরু হয়। পরে তা নিয়ন্ত্রণে আসে। পুলিশ, নিরাপত্তা কর্মী ও দমকলের প্রচেষ্টায় আগুন নেভে। মোট ২০টি তাঁবুতে ছড়িয়ে পড়ে আগুন। তা আর ছড়িয়ে পড়ার আগেই আগুন নেভানোর কাজ শুরু করা হয়। তবে বড় বিপদ না ঘটলেও যোগীরাজ্যের এই মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ফের প্রশ্নের মুখে।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে বহু মানুষ প্রাণ হারান। এই ঘটনার বহু পরে যোগী সরকারের পক্ষ থেকে ৩০ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হলেও বেসরকারি মতে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শতাধিক বলে জানা যায়। সঙ্গসদেও তা নিয়ে হইচই পড়ে যায়। বিরোধীদের তরফ থেকে তথ্য গোপন করার অভিযোগ তুলে আসল মৃত্যুর সংখ্যা প্রকাশ করার দাবি জানানো হতে থাকে। এই রেশের মধ্যেই ফের গত সোমবার হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে যান ৬ জন পুণ্যার্থী। তা নিয়েও মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে পড়তে হয়। এবার শুক্রবারের এই ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলছে মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থাকে।