দীর্ঘ বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন ব্রাজিলীয় তারকা ফুটবলার মার্সেলো। ৩৬ বছর বয়সেই অবসর ঘোষণা করলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা লেফট্ ব্যাক। ব্রাজিলের হয়ে ১৩ বছরে তিনি খেলেছেন ৫৮টি ম্যাচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ১৬ বছর। ২৫টি ট্রফি জিতেছেন। মার্সেলোর অবসরের পর সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজের প্রিয় বন্ধুকে জন্য শুভকামনা ব্যক্ত করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ২০০৭ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সে থেকে রিয়াল মাদ্রিদে আসেন ব্রাজিলীয় ডিফেন্ডার। শুধু রক্ষণ নয়, বল নিয়ন্ত্রণ ও নয়নাভিরাম স্কিলের জন্যও পরিচিত ছিলেন তিনি। মাদ্রিদের ১৫ বছরের কেরিয়ারে ২৫টি ট্রফি জিতেছেন। যার মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছটি লা লিগা খেতাব।
২০২১-এ মার্সেলোকে মাদ্রিদের অধিনায়ক করা হয়। ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে সেবারই প্রথম স্পেনের বাইরে কোনও ফুটবলারকে নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়। মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর যুগলবন্দি এখনও ফুটবলমহলের অন্যতম আলোচ্য বিষয়। ২০২১-২২ মরশুমের শেষে গ্রিসের অলিম্পিয়াকোসে সই করেন মার্সেলো। পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। পরে চলে আসেন ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। পরে ফ্লুমিনেসের সঙ্গেও চুক্তি ভেঙে বেরিয়ে আসেন। তারপর আর কোনও ক্লাবে খেলেননি। বিদায়ী বার্তায় মার্সেলো ধন্যবাদ জানিয়েছে রিয়াল মাদ্রিদকে। ক্লাবের তরফ থেকেও বলা হয়েছে, “মার্সেলো আমাদের ইতিহাসের অঙ্গ ও কিংবদন্তিদের মধ্যে অন্যতম।” শুভেচ্ছা জানিয়েছেন রোনাল্ডো। “আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। কত অসাধারণ ম্যাচ জিতেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই”, সমাজমাধ্যমে লিখেছেন তিনি।
