কলকাতা: বিগত বছরের থেকেও বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন এনেছে বেশি বিনিয়োগ। বাড়তে চলেছে কর্মসংস্থান। আগামীতে রাজ্যের উন্নয়নে বিপুল বিনিয়োগ। দেশের প্রথম সারির হাসপাতালগুলি এবার বাংলায় আসার কথা ভাবছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২৩টি ক্ষেত্রে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬৯৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব।
মনে করা হচ্ছে, আগামীতে এই প্রস্তাবগুলি কার্যকরী হলে ৩১ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএমআরআই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপের নাম রয়েছে এই প্রস্তাবের তালিকায়।
এই বিনিয়োগ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দেশের প্রথম সারির হাসপাতালগুলি রাজ্যে আসতে চাইছে। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের বড় মাইলস্টোন হল এই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। আবার, স্বাস্থ্য সংক্রান্ত কমিটির কো চেয়ারম্যা ন রূপক বড়ুয়া জানিয়েছেন, ৯৬৯৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের বাইরে সার্জিক্যাটল সামগ্রী নির্মানের জন্য আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব স্থানীয়ভাবে এসেছে। রাজ্যে এই শিল্প দ্রুতহারে বাড়ছে।
তিনি আরও জানিয়েছেন, সিএমআরআই হাসপাতালের তরফ থেকে প্রস্তাব এসেছে শিলিগুড়িতে নতুন ক্যান্সার হাসপাতাল, অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার সম্প্রসারণ, নার্সিং কলেজ তৈরীর। শিলিগুড়িতে ডায়ালিসিস এবং বোন ব্যাঙ্কের ফেসিলিটি-সহ ২০০ বেডের হাসপাতালে বিনিয়োগ করছেন তারা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের শয্যা সংখ্যাল ৫৭ হাজার থেকে বেড়ে ৯৭ হাজার হয়েছে। ১০ টা মেডিক্যাীল কলেজ থেকে ৩০ টা হয়েছে। আগে ৬৮ শতাংশ নার্স ভিনরাজ্য থেকে আনতে হত। এখন ৭২ শতাংশ আমাদের রাজ্য থেকেই পাওয়া যাচ্ছে। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে বলতে গিয়ে এমনটাই জানান রূপক বড়ুয়া।