দেশীয় মঞ্চ উজ্জ্বল হয়ে উঠল আরও এক বঙ্গসন্তানের সাফল্যে। ৩৮তম জাতীয় গেমসে সোনা জিতলেন বাংলার জুয়েল সরকার। উত্তরাখণ্ডে আয়োজিত এ বারের জাতীয় গেমসে তিরন্দাজির রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মালদহের তরুণ তিরন্দাজ। তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার দ্বারা পরিচালিত ঝাড়গ্রামের বাংলা তিরন্দাজি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। ২০১৮ সাল থেকে এই অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। মাত্র ১২ বছর বয়সে যোগ দিয়েছিলেন অ্যাকাডেমিতে। ১৯ বছর বয়সে বাংলাকে জাতীয় গেমসে সোনা এনে দিলেন জুয়েল। ছোট থেকেই প্রতিভাবান তিনি। ঝাড়গ্রামের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে আরও দক্ষ হয়ে ওঠেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগে এই অ্যাকাডেমি তৈরি হয়েছিল। বাংলার হয়ে সোনা জিতে জুয়েল সেই অ্যাকাডেমিরও মান বৃদ্ধি করলেন। জুয়েলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, “জুয়েল সরকারকে অভিনন্দন। ঝাড়গ্রামের বাংলা তিরন্দাজি অ্যাকাডেমির ছাত্র তিনি। ৩৮তম জাতীয় গেমসে বাংলাকে তিরন্দাজির রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা এনে দিয়েছেন তিনি।” ইতিমধ্যেই জুয়েলকে নিয়ে অলিম্পিক্সের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার ক্রীড়াজগৎ। পরবর্তী অলিম্পিক্স ২০২৮ সালে। আগামী কয়েক বছর নিজের ছন্দ ধরে রাখতে পারলে বাংলার এই তিরন্দাজকে অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে বলেই মনে করছেন ক্রীড়া-বিশেষজ্ঞরা।
