নয়াদিল্লি: তৃতীয় দফায় মোদী সরকারের সদ্য প্রকাশিত বাজেট নিয়ে জল্পনা তুঙ্গে। বাজেট ঘোষণার পরে বাংলাকে বঞ্চিত রাখার অভিযোগ শোনা যাচ্ছে তৃণমূলের মুখে মুখে। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা নিয়ে আলোচনার দাবি তুলে সংসদে নোটিস তৃণমূলের। ১.৭৫ লক্ষ কোটি টাকা বকেয়া বাংলার। কার্যত কেন্দ্র এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে তা নিয়েই আলোচনার দাবি তুলে বুধবার চেয়ারম্যানকে নোটিস দেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাগরিকা ঘোষ।
জনগণের সর্বোত্তম সেবার স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির একত্রে কাজ করা অপরিহার্য। নির্বিঘ্নে কাজ করার জন্য একটি রাজ্য সরকারের আর্থিক স্বাধীনতা অত্যন্ত জরুরি। কিন্তু এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া টাকা এবং বারবার তহবিলের বিতরণে বিলম্বের কারণে রাজ্য সরকারগুলির কার্যকারিতায় ব্যাঘাত ঘটছে। এরূপ কারণ ব্যাখ্যা দিয়ে বাংলার বকেয়া টাকার আলোচনার দাবি তুলেছে তৃণমূল।
রাজ্যের ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বকেয়া, বাংলার প্রতি বঞ্চনা নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি তৃণমূলের
Posted by Ekhon Khobor on Thursday, February 6, 2025
২৬৭ নিয়ম অনুসারে কার্যক্রম স্থগিতের নোটিস দিয়ে বকেয়া টাকা নিয়ে আলোচনার দাবি তোলে তৃণমূল। সেই নোটিসে জানানো হয়েছে, রাজ্য MGNREGS-এর মতো গুরুত্বপূর্ণ কল্যাণ ও উন্নয়ন প্রকল্পগুলির জন্য তহবিল পেতে বিলম্বের সম্মুখীন হয়েছে। এই বিলম্ব শুধুমাত্র সমালোচনামূলক কর্মসূচী বাস্তবায়নকেই প্রভাবিত করেনি বরং স্থানীয় শাসনের জন্য চ্যালেঞ্জও তৈরি করেছে, বিশেষ করে এই ধরনের তহবিলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল গ্রামীণ এলাকায় সমস্যার সৃষ্টি হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে, এই তহবিল বকেয়া থাকা বা বিতরণে দেরি হলে রাজ্যগুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাবকে ক্ষুণ্ন করে এবং রাজ্য সরকারগুলির সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষমতাকে সীমিত করে। রাজ্যগুলির বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি তুলে রাজ্যসভায় এ নিয়ে আলোচনা চেয়ে সরব হয় তৃণমূল। পাশাপাশি, রাজ্যগুলির যথাযথ টাকা থেকে বঞ্চিত থাকা বিপর্যয়ের ইঙ্গিত বলেও জানায় তৃণমূল। তাই রাজ্যগুলির জনগণের সেবার স্বার্থে এই বিষয়ে সংসদে আলোচনা জরুরি। এই মর্মে চেয়ারম্যানের কাছে অনুমতি চেয়ে আলোচনার দাবি তৃণমূলের।