কলকাতা: বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে কলকাতায় নতুন শিল্প থেকে লগ্নি সবেতেই প্রাধান্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই সুখবর দিল টাটা গোষ্ঠী। বাংলায় লগ্নিতে আগ্রহ প্রকাশ টাটার। বাংলায় কাজ করার ইচ্ছা প্রকাশ করে টেলিফোন মমতাকে। বুধবার বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেই এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্মেলনের প্রথম দিনেই সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, টাটা সন্সের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রশেখরঞ্জির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাঁর। মমতা এদিন আরও জানান, টাটা গোষ্ঠী বাংলা কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এই মর্মে মমতা তাঁর নিজের অনুরোধের কথাও জানিয়েছেন এদিন।
মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন টাটার কাছে কলকাতা থেকে সরাসরি ইউরোপ বিমান পরিষেবা চালু করতে। তাতে টাটা গোষ্ঠীও আগ্রহী বলেই মনে করছেন তিনি। এই বিষয়ে ইতিবাচক পথ দেখতে পারে কলকাতা। এমনই ইঙ্গিত দিয়েছেন মমতা।
উল্লেখ্য, টাটার একটি প্রতিনিধি দল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে হাজির হয়েছে বলেও মমতা জানিয়েছেন। তবে বিশেষ কাজের জন্য চন্দ্রশেখরণজি হাজির থাকতে পারেননি।