কলকাতা: সাতবার টানা বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। অষ্টম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনেও প্রথম সারির শিল্পপতিদের উপস্থিতি বাংলায় উন্নয়নের পথকে প্রশস্ত করেছে। প্রতিবারেই বাংলায় প্রচুর বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। কিন্তু আদতে কতখানি উন্নয়ন সম্ভব হয়েছে? কত বিনিয়োগ এসেছে বাংলায়? কর্মসংস্থান নিয়েও কি কিছু পদক্ষেপ সম্ভব হয়েছে? তা নিয়েই এবার সমালোচকদের জল্পনাকে উড়িয়ে সমস্ত নিন্দার উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের প্রথম দিনের সমাপ্তি ভাষণে হিসেব প্রকাশ্যে আনলেন মমতা। সম্মেলনের প্রথম দিনের শেষে সংবাদমাধ্যমকে মমতা জানিয়েছেন, “মোট ১৯ লক্ষ কোটি টাকার একটু বেশি লগ্নি এসেছিল বঙ্গে। তার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি ৬ লক্ষ কোটি অর্থ দিয়ে বিভিন্ন কাজ চলছে। এই বাণিজ্য সম্মেলনের সুফল পেয়েছি আমরা। এছাড়া আজ তো মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সৌরভরা বলল কীভাবে এখানে শিল্পের প্রসারে ভালোভাবে কাজ চলছে।”
এদন মমতা আরও জানিয়েছেন, কলকাতা থেকেই জিও-র পরিষেবা সারা দেশে দেওয়ার কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। গেটওয়ে হবে কলকাতা। শালনিতে জিন্দালদের কারখানায় বিদ্যুতের জন্য ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছেন সজ্জন জিন্দাল। একথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ও একটি কাজ নিয়ে এগোতে উৎসাহী, কিন্তু তা নিয়ে আইনী জটিলতা বর্তমান। আবার টাটা গোষ্ঠীর সঙ্গেও ফোনে কথা হয়েছে বলে তিনি জানান। কলকাতা-ইউরোপ উড়ান পরিষেবা নিয়েও মমতা যথাযথ প্রচেষ্টা চালাচ্ছেন এবং ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও তিনি বলেন।