দুঃসংবাদ অজি শিবিরে। চোটের জন্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে খেলছেন না তিনি। নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। তার মধ্যেই কামিন্সের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে দিল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে, এদিনই হঠাৎ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন তিনি। তাঁর অবসরের পরই এল কামিন্সের ছিটকে যাবার খবর। শুধু কামিন্স নন। চোটের জন্য আইসিসি টুর্নামেন্টে নেই জস হ্যাজেলউড ও মিচ মার্শ। সেই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে, “দুর্ভাগ্যজনক ভাবে প্যাট (কামিন্স), জস (হ্যাজেলউড) ও মিচ (মার্শ) চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোট সারিয়ে উঠতে পারবে না। হতাশার মধ্যে ভালো দিক যে, নতুন প্লেয়াররা এই টুর্নামেন্টে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।”
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে পিতৃত্বকালীন ছুটির জন্য খেলছেন না কামিন্স। তবে তার একটা বড় কারণ গোড়ালির চোটও। আর সেটাই ছিটকে দিল অজি অধিনায়ককে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে আসছে স্টিভ স্মিথ ও ট্যাভিস হেডের নাম। স্মিথের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। শ্রীলঙ্কাতেও তাঁর কাঁধেই গুরুদায়িত্ব। পাশাপাশি, ফর্মে থাকা ও স্মিথের থেকে কম বয়সী হেডকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে বলেই অনুমান ক্রিকেট-বিশেষজ্ঞদের।