জননেত্রী তিনি। সাধারণ মানুষের আশা ও ভরসা তাঁকে ঘিরেই। কথা দিলে তা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তরবঙ্গের বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে ৩০ শয্যা বিশিষ্ট ব্লক হাসপাতালের নির্মাণের ঘোষণা করেছিলেন তিনি। বুধবার এই ঘোষণায় পড়ল সিলমোহর। জানা যায়, ব্লক হাসপাতাল হিসেবে বানারহাট হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নের জন্য ৩০ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশ এসে পৌঁছেছে জেলাশাসকের দফতরে। হাসপাতালের উন্নয়নের কাজ সম্পূর্ণ হলেই যোগদান করবেন অভিজ্ঞ চিকিৎসকেরা।
প্রসঙ্গত, চা-বাগান সংলগ্ন এই ছোট জনপদে সবচাইতে বেশি বসবাস করেন আদিবাসী পরিবারের মানুষেরা। তাই এই এলাকার সাধারণ মানুষকে যাতে যেকোনও সময় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, তাই বানারহাট হাসপাতালকে আরও উন্নত করবার পরিকল্পনা করে রাজ্য। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশি বানারহাট এলাকার মানুষ। বানারহাটের জনৈক বাসিন্দা বলেন, “মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন আর আমাদের রাতের বেলায় ছুটে যেতে হবে না অন্য কোথাও চিকিৎসা করাতে। অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে ও আমাদের বিধায়ককে।” আপ্লুত ধূপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মলচন্দ্র রায়। “মুখ্যমন্ত্রী যা বলেন তাই করে দেখান, তার প্রমাণ মিলল আবারও”, জানিয়েছেন তিনি।