কলকাতা: বাজেটে বাংলাকে বঞ্চিত রেখেও থামছে না কেন্দ্র। এবার রাজ্যের দু’দিন ব্যাপি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনও বানচাল করার চেষ্টা কেন্দ্রের। তিন মাস আগেও মমতার কথায় রাজি ছিলেন এই বাণিজ্য সম্মেলনে হাজির থাকতে, কিন্তু তাও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সম্মেলনে উপস্থিতি নিয়ে জটিলতা কাটল না। তার নেপথ্যেও রয়েছে কেন্দ্রের সাজানো ছক।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে মোদি সরকারের বিদেশ মন্ত্রক অনুমতি না দেওয়ায় তাঁর বাংলায় আসা অনিশ্চিত। মঙ্গলবার নিউটাউনে শিল্প সম্মেলনের চা চক্রে যোগ দেওয়ার আগে এ নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসে ভুটানের প্রধানমন্ত্রী আমাকে জানিয়ে দিয়েছিলেন, তিনি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। কিন্তু এখন আমি খবর পাচ্ছি যে, দিল্লিতে কিছু একটা হচ্ছে। ভুটানের সঙ্গে বাংলারও সীমান্ত রয়েছে। আমি চাই, রাজ্যের সঙ্গে ভুটানের সম্পর্ক আরও ভালো হোক। সেই কারণেই ওঁকে সম্মেলনে চেয়েছিলাম।’ কিন্তু তাতেও কেন্দ্র যে এই সম্মেলনের আয়োজন মাটি করতে পারবে না তা নিয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বাণিজ্য সম্মেলনের ইতিহাসে এবারই সবথেকে বেশি দেশের প্রতিনিধি রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাতে চলেছেন। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আসছেন ৪০টি দেশের ২০০-র বেশি প্রতিনিধি। ‘পার্টনার’ হিসেবে থাকছে ২০টি দেশ। থাকছেন ২৬টি দেশের রাষ্ট্রদূতও।