বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের। এবারের মেগা ইভেন্টে যোগ দিতে আসছেন দুশোর বেশি বিদেশি প্রতিনিধি। বঙ্গে লগ্নির লক্ষ্যে অংশ নিচ্ছে মোট ৪০টি দেশ। একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের উপস্থিতি। এককথায় তারকা-সমাহার।
রাজ্যজুড়ে শিল্প গঠনের পরিকাঠামো যথাযথ মজবুত করে তুলতে বরাবারই তৎপর মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এই পরিকাঠামোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাস্তাগুলির। রাজ্যের একাধিক জায়গায় শিল্প করিডর গঠন হচ্ছে। ছোট-বড় শিল্প সংস্থা বা এমএসএমই, তারা প্রত্যেকেই চায় রাস্তার পরিকাঠামো সুষ্ঠ হোক। এতে পণ্য বা শিল্পের জিনিস আদান-প্রদানে সুবিধা হয়। সেজন্যই বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে তাই রাস্তার পরিকাঠামো তুলে ধরছে রাজ্য। বিভিন্ন জেলার শিল্পতালুকে রাস্তার মানোন্নয়নে জোর দিয়েছে রাজ্য। আগামী দু’মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রায় এক হাজার কিলোমিটার (৯৮৩.৯৫ কিলোমিটার) রাস্তা সংস্কার অথবা নতুন ভাবে তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য খরচ হচ্ছে প্রায় ৩৫২৭ কোটি টাকা। মোট ১১৯টি প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে এই কাজ।
