বছরের পর বছর কেটে গেলেও কাটেনি অন্ধকার। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনিগ্রহ ও ধর্ষণ। এবার ফের ফুটে উঠল সেই নারকীয় প্রতিচ্ছবি। ঘটনাস্থল যোগীরাজ্যের অযোধ্যার এক গ্রাম। মাঠে পড়ে ছিল তরুণীর রক্তমাখা জামাকাপড়। কাছের স্কুলেও রক্তের দাগ। এরপর গ্রামের বাইরে একটি ড্রেন থেকে উদ্ধার হয় নিখোঁজ তরুণীর মৃতদেহ! ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ২২ বছরের ওই তরুণী। পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ সক্রিয় হয়নি। এমনকী দেহ উদ্ধারের পরও পুলিশ দায়সারা ভাবে তদন্ত করছে বলে অভিযোগ। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ।
তরুণীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর। ওই যুবকই এই ধর্ষণ করে খুনের নেপথ্যে রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ পুলিশকেও জানানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে এবং খুন করেছে। বারবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।