নয়াদিল্লি: যোগী রাজ্যে মহাকুম্ভে মৃত্যু! যোগী সরকার জানাচ্ছে মৃত্যু হয়েছে ৩০ জনের। কিন্তু বেসরকারি মতে মৃতের সংখ্যা শতাধিক। এবার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে মহাকুম্ভে মৃতের প্রকৃত সংখ্যা জানতে চেয়ে প্রতিবাদের সুর তুললেন বিরোধীরা। ‘কুম্ভ পে জবাব দো’ স্লোগান তুলে বিরোধীদের দাবিতে মেজাজ হারালেন স্পিকার ওম বিড়লা। হট্টগোলের জেরে কার্যত টালমাটাল অধিবেশন।
প্রয়াগরাজে পুণ্যার্থীদের এই ভয়াবহ মৃত্যুতে শিউরে উঠছে দেশবাসী। কিন্তু যোগী রাজ্য এখনও সঠিক মৃতের সংখ্যা প্রকাশ করতে পারছে না। এহেন কানাঘুষোর মধ্যেই সংসদের অধিবেশনে বাস্তবে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে চেয়ে প্রতিবাদে সামিল হল বিরোধীরা।
মহাকুম্ভে অসংখ্য মানুষের মৃত্যু নিয়ে রাজ্যসভায় আলোচনায় রাজি নয় সরকার – ওয়াক আউট করলেন বিরোধীরা
#Mahakumbha2025 #RitabrataBanerjee #parliament
Posted by Ekhon Khobor on Sunday, February 2, 2025
অভিযোগ তোলা হয়েছে, মৃতের পরিবার যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। শুধু তাই নয়, দুর্ঘটনার ৪ ঘণ্টা পরও সরকারের তরফে ক্ষয়ক্ষতির কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয় মৃতের প্রকৃত তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। এই মর্মে প্রকৃত তথ্য প্রকাশের দাবিতে অনড় থাকে বিরোধী শিবির।
লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিরোধী সাংসদরা। সরকার কুম্ভ নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় শেষে সংসদের দুই কক্ষেই বিরোধীরা ওয়াক আউট করেন।

প্রসঙ্গত, প্রয়াগরাজে মহাকুম্ভ নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পড়েছে সারা দেশে। মহাকুম্ভে পুণ্যার্থীদের মৃত্যুতে শিউরে উঠছে সাধারণ মানুষ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু তাতেও হেলদোল নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংসদের অধিবেশনে যেন মহাকুম্ভ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী। সঠিক মৃতের সংখ্যাও প্রকাশ করছে না যোগী সরকার। সেই মৃতের তালিকা আদতে শতাধিক বলেও জানা যাচ্ছে। তা নিয়েই এবার সরব বিরোধীরা।