এবার রেল প্রকল্পের জমি-সংক্রান্ত কাজে অগ্রগতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। এই কাজের জন্য পূর্ত, ভূমি সংস্কার, পরিবহণ-সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, এই ধরণের সমস্ত সমস্যায় ইতি টেনে প্রকল্পের কাজ চালুর জন্য জমি পাওয়া সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সেই নির্দেশ মাথায় রেখে পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানিয়েছে সূত্র।
পাশাপাশি জানা গিয়েছে, সংশ্লিষ্ট পাঁচের মধ্যে একটি প্রকল্প হুগলির ভবাদিঘিতে। বীরভূমের সাঁইথিয়ার অন্য একটি প্রকল্পের প্রয়োজনীয় জমি নিয়ে আলোচনা হয়েছে। যা দ্রুত মিটে যাবে বলে বৈঠকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে সকলের নজর রয়েছে অমৃতসর-ডানকুনি ফ্রেইট করিডরের কাজের উপর। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৯৮ শতাংশ জমিই রেলকে হস্তান্তরের কাজ শেষ হয়েছে। এই ফ্রেইট করিডরের উপর তৈরি হবে একাধিক রেল ওভার ব্রিজ। যা নিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও অন্যান্য জায়গার প্রস্তাবিত ওভার ব্রিজ এবং আন্ডারপাসের জন্য প্রয়োজনীয় জমি নিয়েও আলোচনা হয়েছে।
