এবার রাজ্যের ডিএলএড কলেজগুলির অধ্যাপক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন থেকে ডিএলএড কলেজে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে প্যানেল তৈরি করে দেবে পর্ষদ। সেই অনুযায়ী নিয়োগ করবে সংশ্লিষ্ট কলেজগুলি। ডিএলএড কলেজগুলো এতদিন যোগ্য অধ্যাপকদের সুযোগ না দিয়ে অযোগ্যদের সুযোগ দিত। এতে পড়াশোনার মান ব্যাহত হত। একাধিক অভিযোগ আসত। এবার সেই সমস্যার সমাধানেই উদ্যোগী হল পর্ষদ।
এপ্রসঙ্গে শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, “আমরা একটা পাঁচ সদস্যের কমিটি গঠন করব। এই কমিটিতে সংশ্লিষ্ট কলেজের প্রতিনিধি থাকবে, যে বিষয়ে অধ্যাপক নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ের অন্য কোনও অধ্যাপক থাকবেন, তফসিলি তালিকাভুক্ত হলে সেই জাতির প্রতিনিধিরা থাকবেন, এছাড়াও পর্ষদের প্রতিনিধি থাকবেন। তাঁরাই ইন্টারভিউ নিয়ে যোগ্য ব্যক্তিদের বাছবেন।” আর এরপর সেই বাছাই করা তালিকা কলেজগুলোকে পাঠাবে পর্ষদ। সেই তালিকা থেকেই সংশ্লিষ্ট কলেজ নিয়োগ দেবে।
