সুন্দরবনের সুদীর্ঘ ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার্থে এবং নদীবাঁধ রক্ষা ও কৃষিজমিতে লবণের মাত্রা কমিয়ে তা চাষের উপযুক্ত করে তোলার জন্য ইতিমধ্যেই দুটি নতুন প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। ওই প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিশ্বব্যাঙ্কের এক প্রতিনিধিদল। সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে দেখবে প্রতিনিধি দল। তারপর সেচমন্ত্রী মানস ভুঁইয়া-সহ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
প্রসঙ্গত, সাসটেইনেবল হার্নেসিং ওশান রিসোর্স অ্যান্ড ইকোনমি নামে বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় ৪ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প ছাড়াও নদীবাঁধ রক্ষা ও মাটিতে লবণের পরিমাণ কমাতে ১ হাজার ২৩০ কোটি টাকার আরও একটি প্রকল্প নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
