মঙ্গলবার শুরু হল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবছরের মতোই সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল বই-পার্বণের। উল্লেখ্য, প্রতি বইমেলাতেই মুখ্যমন্ত্রীর লেখা বই বহুলবিক্রীত তকমা পায়। এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা তিনটি নতুন বই। দুটি বাংলা। একটি ‘লিপিবদ্ধ কিছু কাজ’, অন্যটি ‘বাংলায় নির্বাচন ও আমরা’। তৃতীয় বইটি ‘স্যালুট টু’। এটি বিশিষ্টদের নিয়ে তৃণমূলনেত্রীর বাংলা ও ইংরেজি কবিতার সংকলন।
আগের বইমেলায় মুখ্যমন্ত্রীর বই ছিল বেস্টসেলার। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে বলেই মনে করছেন বিশিষ্টরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৫০ পেরিয়েছে। মনীষীদের নিয়ে লেখা ‘স্যালুট’ বইটি দুটি পর্বে বিভক্ত। স্বাধীনতা-পূর্বের মনীষীদের নিয়ে আগেই লেখা হয়েছে। এবারের বইয়ে স্বাধীনতা-উত্তর যুগের মনীষীদের নিয়ে কবিতা থাকছে।
