উচ্চ আদালতে ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর্থিক অনিয়মে ইডির তদন্ত নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ইডির তদন্তপ্রক্রিয়া ও তদন্তের গতি নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে চরম তিরস্কার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইতিমধ্যেই আর্থিক অনিয়ম মামলায় সিবিআইয়ের তদন্ত শেষ পর্যায়ে। গত ২৯ নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিটও পেশ করা হয়েছে।
উল্লেখ্য এদিন হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্তের রিপোর্টও জমা দিয়েছে সিবিআই। এর মধ্যেই এই মামলায় ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ইডিও। সেই তদন্ত নিয়েই প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। একইসঙ্গে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতকে চার্জগঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। দ্রুত সেই বিচারপ্রক্রিয়াও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালতকে। এদিকে, অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য সোমবার সিবিআইকে অনুমতি দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
