সামনেই সংসদের বাজেট অধিবেশন। গত শীতকালীন অধিবেশনের মতো সেখানেও বাংলার মানুষের দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা। দলীয় সূত্রে জানা গিয়েছে এমনটাই। শীতকালীন অধিবেশনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বাংলার ন্যায্য পাওনা বিপুল পরিমাণ বকেয়া টাকার দাবিতে সংসদের উভয় কক্ষে মুখর হতে হবে দলের সাংসদদের৷ এর পাশাপাশি সারের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, বেকারত্বর মত জ্বলন্ত ইস্যু নিয়েও সরব হতে হবে তাঁর দলের সাংসদদের৷ দলনেত্রীর নির্দেশ মেনেই সেই ভাবে সংসদের উভয় কক্ষে মনরেগা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার বকেয়া টাকার দাবিতে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা৷ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বেও তৃণমূল সাংসদরা একইরকমভাবে সুর চড়াবেন। প্রাধান্য দেওয়া হবে বাংলার মানুষের ন্যায্য দাবিকেই।
প্রসঙ্গত, সংসদের বাজেট অধিবেশনের আগে আজ দিল্লীতে সর্বদল বৈঠক ডেকেছে সরকার৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে যোগ দেবেন দলের দুই সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন৷ জানা গিয়েছে, সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের দুই সংসদীয় নেতা সাফ দাবি জানাবেন যে, গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদ পরিচালনা করা হোক৷ মোদী সরকারের জমানায় যেভাবে বিরোধীদের কন্ঠরোধ ও দমন করে একের পর এক বিল পাশ করে নেওয়া হয়, সেই প্রবণতা বন্ধ করার দাবি উঠবে।
