নয়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। এবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ভূমিহীন উপভোক্তাদের বাড়ি তৈরির উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে উদ্যোগ নেওয়া হল। চলতি আর্থিক বছরের মধ্যেই যাতে ভূমিহীন উপভোক্তাদের প্রত্যেককে জমি-সহ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়, তা নিশ্চিত করতে প্রত্যেক জেলাকে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে। ইতিমধ্যেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোও হয়েছে। কিন্তু বাড়ি তৈরির জমি না থাকায় প্রায় ১২ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার কোনও উপভোক্তাকেই বঞ্চিত হতে দেবে না। সেজন্য জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই তাদের জন্য জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে রাজ্য।
আবাস যোজনায় বাড়ি পাওয়ার অন্যান্য শর্ত পূরণ করলেও জমি না থাকার কারণে যাঁরা বাড়ি পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাঁদের খাস জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমীক্ষক দল মারফত এ ধরনের আবেদনকারীদের তালিকা অতিরিক্ত জেলাশাসক ও ডিএলএলআরও’দের কাছে জমা পড়েছে। এবার তাদের জমিও বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি নিয়েও তৎপর রাজ্য সরকার।
