National Mourning আজ, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে দিল্লীর নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য। মানুষ হিসেবে পুরোদস্তুর উদারমনস্ক ছিলেন ‘উদার অর্থনীতি’র রূপকার। নিজের কর্মজীবনে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শাসক-বিরোধী দুই শিবিরের সদস্যদেরই সমানভাবে দেখতেন মনমোহন সিংহ৷ দুই পক্ষই তাঁকে সমান সম্মান জানাত। তাঁর প্রজ্ঞাকে কুর্নিশ করতেন সবাই৷ বিদায়বেলাতেও সবার শ্রদ্ধা নিয়েই যেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তৃণমূলের তরফে তাঁকে শ্রদ্ধা জানাতে দিল্লী পৌঁছচ্ছেন লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
Read More: শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের – রামপুরহাটে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস পঞ্চায়েত সদস্য
গত বৃহস্পতিবার রাতে দিল্লীর এইমস হাসপাতালে মনমোহন সিংহের মৃত্যু হয়৷ শুক্রবার দিনভর মনমোহন সিংয়ের মতিলাল নেহরু মার্গের বাসভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা শ্রদ্ধা জানিয়ে যান। কিছুক্ষণ পরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন সকাল থেকে দিল্লীতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে৷ সেই বৃষ্টি মাথায় নিয়েই সব দলের শীর্ষ নেতৃত্ব দিল্লি ছুটে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে৷ কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে সারা দেশজুড়ে৷ এই ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷ বাতিল করা হয়েছে পূর্বনির্ধারিত সমস্ত সরকারি অনুষ্ঠানও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872643801694769585?s=19