Madhya Pradesh ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার তিন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, টাওয়ার উল্টে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিন পরিযায়ী শ্রমিক মালদহের ইংরেজবাজার ব্লকের বাসিন্দা। তাঁদের নাম আজমির মোমিন (২৬), সিন্টু শেখ (৩২), শেখ মোবারক (৩৪)। আজমির মোমিন, সিন্টু শেখ ইংরেজবাজার ব্লকের অমৃতি ও শেখ মোবারক ফুলবাড়িয়া অঞ্চলের ন’ঘরিয়া গ্রামের বাসিন্দা। দিন পনেরো আগে মধ্যপ্রদেশে টাওয়ারের কাজ করতে যান তাঁরা। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে টাওয়ার উল্টে মৃত্যু হয় তাঁদের।
Read More: নতুন বছরে নতুন আঙ্গিকে সেজে উঠছে রবীন্দ্র সরোবর – ৪ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার
মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েন মৃত শ্রমিকদের পরিবার। শোকের ছায়া নেমে আসে গ্রামে। রবিবার কফিনবন্দি দেহ ফিরবে গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিক আজমির মোমিনের পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী মিনি বিবি ও দুই সন্তান। এদিকে সিন্টু শেখের পরিবারে রয়েছেন স্ত্রী আসমিন বিবি, তিন ছেলে ইরফান শেখ, নুর আলম শেখ, ওমান শেখ। অপরদিকে মৃত শ্রমিক শেখ মোবারকের পরিবারেও রয়েছে দুই সন্তান। ঘটনার খবর শুনেই মৃত তিন শ্রমিকের বাড়িতে ছুটে যান মালদহ জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকি। মৃত শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান। পাশাপাশি, সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872957273561342397?s=19