Parliamentary Standing committee সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার নতুন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এবার দায়িত্ব আরও বাড়ল আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সদ্যপ্রকাশিত সংসদীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যসভার তৃণমূল সদস্য খতব্রত বন্দ্যোপাধ্যায়কে শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
Read More: হেলথ স্কিমে যুক্ত হল আরও ১৩ হাসপাতাল – উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব রাজ্যের
প্রসঙ্গত, ৩১ সদস্যের এই সংসদীয় কমিটির চেয়ারপার্সন হলেন বর্ষীয়ান সাংসদ বাসবরাজ বোম্মাই। তৃণমূল কংগ্রেসের তরফে খতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে লোকসভার আরও দুই সদস্যকে রাখা হয়েছে। তাঁরা হলেন দলের লোকসভার সদস্য অসিতকুমার মাল ও পার্থ ভৌমিক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872960358299910501?s=19