Uttar Pradesh অস্বস্তি বাড়ল মোদী সরকার তথা বিজেপির। সম্প্রতিই দেশের সংবিধানের প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। শাহের এমন মন্তব্যে বিরোধীরা তো বটেই, অসন্তুষ্ট হয়েছে বিজেপির শরিক দলগুলিও। আর এবার ঘটনার প্রতিবাদে চাকরি থেকে ইস্তফা দিলেন রাকেশ কুমার শর্মা নামে উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের জলকল বিভাগে কর্মরত ছিলেন তিনি। ৩৮ বছর ধরে ক্লার্ক হিসেবে কাজ করতেন আগ্রার তাজগঞ্জ ওয়ার্ডের তিন নম্বর জোনে। আরও কয়েক বছর চাকরি বাকি ছিল। কিন্তু সংবিধান প্রণেতার এই অপমান কিছুতেই মেনে নিতে পারলেন না রাকেশ। ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে ইস্তফা সংক্রান্ত চিঠি তুলে দেন তিনি।
Read More: বাংলার বুকে গড়ে উঠতে চলেছে কৃত্রিম যন্ত্রমেধার হাব – ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
পদত্যাগী রাকেশের কথায়, “জাত বা ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা উচিত নয়। বাবাসাহেব ডাঃ ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। দেশের বীর সন্তানকে নিয়ে খারাপ মন্তব্য অত্যন্ত অপমানজনক। এই পরিস্থিতিতে আমি আর কাজ করতে চাই না।” রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকাল একটা ফ্যাশন হয়েছে।

সারাক্ষণ আম্বেদকর…..আম্বেদকর…..আম্বেদকর। এতবার যদি ঈশ্বরের বন্দনা করতেন তাহলে সাত জন্মের জন্য স্বর্গবাসের পুণ্য অর্জন হয়ে যেত!” এরপর থেকেই বিতর্কের ঝড় বয়ে যায় দেশজুড়ে। বৃহস্পতিবার শাহের মন্তব্যের তীব্র নিন্দা করলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। বিজেডি সুপ্রিমোর তোপ, “ডাঃ বিআর আম্বেদকরের মতো এক বিশিষ্ট ব্যক্তিত্ব সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য খুব দুর্ভাগ্যজনক।” গত বিধানসভা নির্বাচনে বিজেডিকে হারিয়ে ওড়িশায় কুর্সি দখল করেছে গেরুয়া শিবির। নবীনের দাবি, মিথ্যের সাহায্যে ভোটে জয়ী হয়েছে বিজেপি। “এখন মানুষ বুঝতে পারছে যে বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে”, পদ্মশিবিরকে একহাত নিয়ে জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872628659414270244