Mamata Banerjee বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল। গভীর শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Read More: Baglar_Bari-HelplineNo–P&ED_Department
এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়াণে আমি শোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁ সঙ্গে কাজ করেছি, ওঁকে কাছ থেকে দেখেছি। ওঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। তাঁর মাধ্যমে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। দেশ তাঁর অভিভাবকত্বের অভাব বোধ করবে। আমি তাঁর স্নেহ থেকে বঞ্চিত হব। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা।”

সমাজমাধ্যমে শোকবার্তা দিয়েছেন অভিষেকও। “অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মনমোহন সিংকে হারাল ভারত। ওঁর কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। উনি ছিলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের নায়ক, দেশের ভবিষ্যতের রূপকার। দূরদর্শিতাই নেতৃত্বের সেরা গুণ, তাই দেখনদারি ছাড়াই নীরবে কাজ করে গিয়েছেন। ওঁর পরিবার এবং শোকার্তদের এই অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানাই”, লিখেছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872349699757486590?s=19