Uttar Pradesh আরও একবার বেআব্রু হয়ে পড়ল বিজেপিশাসিত উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার করুণ প্রতিচ্ছবি। গলব্লাডার অপারেশন করতে গিয়ে এক প্রৌঢ়ের পেটের মধ্যে থেকে গিয়েছিল ২৫ সেমি গজ! ফলে ক্রমশই অবস্থা সংকটজনক হচ্ছিল তাঁর। উত্তরপ্রদেশের হাসপাতালে চেষ্টা করেও বের করা যায়নি পেটে থাকা গজ। অবশেষে ত্রাতা হয়ে দাঁড়াল কলকাতার এসএসকেএম। সেখানেই অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে বের করা হল গজ।

প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে পেট থেকে ওই গজ বের করলেন এসএসকেএমের অধ্যাপক-চিকিৎসক ডাঃ সিরাজ আহমেদ ও ডাঃ শান্তনু সিনহা। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ৬৪ বছরের মকবুল আলম নামের ওই রোগীর অবস্থা এখন স্থিতিশীল। জানা গিয়েছে, মাস চারেক আগে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে মকবুলের গলব্লাডারের অস্ত্রোপচার করতে গিয়ে পেটের মধ্যেই থেকে যায় গজের অংশ।
এরপর সেখানকার চিকিৎসক ও হাসপাতালের চূড়ান্ত এই গাফিলতির জেরে মকবুলের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পাকস্থলী ও খাদ্যনালিতে ওই গজ আটকে যাওয়ায় ৩ মাস ধরে কোনও কঠিন খাবারই খেতে পারতেন না তিনি। প্রচণ্ড বমিও শুরু হয় তাঁর। সেখানকার চিকিৎসকরা এন্ডোস্কোপি করেও পেট থেকে ওই গজ বের করতে ব্যর্থ হন। তাঁর বাড়ির লোকেরাও চিন্তিত হয়ে পড়েন। তাঁরা পূর্ব ভারতের সেরা পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল কলেজ কলকাতার এসএসকেএম হাসপাতালে মকবুলকে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী এসএসকেএম হাসপাতালে বহির্বিভাগে মকবুলকে ডাঃ সিরাজ আহমেদের কাছে দেখানো হয়। তিনি তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করে নিয়ে দু’সপ্তাহ পর্যবেক্ষণে রাখেন। এরপর এদিন এসএসকেএম হাসপাতালে সফল হল অস্ত্রোপচার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872550741858210218