Banglar Bari ইতিমধ্যেই ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য সরকার। স্পষ্টতই জানানো হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতির কথা। যদি কোনও ব্যক্তি উপভোক্তাদের থেকে টাকা চায় তাহলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। এই আবহেই বাংলার বাড়ির উপভোক্তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল নবান্ন। নয়া টোল ফ্রি নম্বর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

ফলে, আগামী সপ্তাহ থেকেই ১৮০০ ৮৮৯৯ ৪৫১ নম্বরে ফোন করেই বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি রাজ্য সরকারকে জানানো যাবে। বাংলার বাড়ি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, প্রথম কিস্তির টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি তৈরি হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। ফলে রাজ্যের দেওয়া টাকায় অন্য কেউ ভাগ বসালে সমস্যায় পড়বে সুবিধা প্রাপকরাই। আবার বাড়ি ন্যূনতম কত আয়তনের হবে এমন প্রশ্নও অনেক সময় ঘোরাফেরা করে উপভোক্তাদের মাথায়। ফলে তাঁদের কেউ কাজে বাধা দিলে লোকাল থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সরাসরি রাজ্য সরকারের কাছেও বিষয়টি তুলে ধরতে পারবে আমজনতা।
পাশাপাশি, অন্যান্য কোনও সাহায্যের প্রয়োজন পড়লেও পাশে দাঁড়াবে রাজ্য। জানা গিয়েছে, বিধাননগরে পঞ্চায়েত দফতরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নম্বরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রথমে দুটি ফোন চালু করে ট্রায়ালের কাজ হয়েছে। শুরুতে ১২টি ফোন বসানো হচ্ছে, সেগুলিতে এই টোল ফ্রি নম্বরের কল আসবে। পরবর্তীকালে এই সংখ্যা বেড়ে হবে ৩০। কারণ, পরবর্তী সময়ে পঞ্চায়েত দপ্তরের সমস্ত পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য এই টোল ফ্রি নম্বর চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে। প্রয়োজনে এই কন্ট্রোল রুম থেকেই ফোন করা হবে উপভোক্তাদের। তাঁদের বাড়ি তৈরির কাজ কত দূর এগোল বা কোনও সমস্যা রয়েছে কি না সেসব জানতে চাওয়া হবে উপভোক্তাদের থেকে। অন্যদিকে, অনলাইনে লিখিত বা ভয়েস রেকর্ড আগের থেকেই পাঠিয়ে অভিযোগ দায়েরের জন্য রাজ্য পঞ্চায়েত দফতর নির্দিষ্ট পাবলিক গ্রিভান্স পোর্টাল ও অ্যাপ চালু করেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872552694621331928