Trinamool বীরভূমের রামপুরহাটে ফের শক্তিবৃদ্ধি ঘটল তৃণমূলের। বিজেপির পরে এবার কংগ্রেসে ধরল ফাটল। আজ রামপুরহাট বিধানসভার আয়াস গ্রামপঞ্চায়েতের কংগ্রেস সদস্যা স্বদেশ্বরী মুচি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এই নেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নীহার মুখোপাধ্যায়। কিছুদিন আগেই রামপুরহাট থানার অন্তর্গত বড়শাল গ্রামের বিজেপির তন্ময় লেট বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। শুক্রবারের যোগদানমঞ্চে উপস্থিত ছিলেন তিনিও।
Read More: গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের – নতুন টোল ফ্রি নম্বরে ‘বাংলার বাড়ি’র অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা
এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়ে আয়াস গ্রাম পঞ্চায়েতের সদ্যপ্রাক্তন কংগ্রেস নেত্রী স্বদেশ্বরী জানিয়েছেন, “বিজেপির মতো একটি রাজনৈতিক দলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই রাজনৈতিক মঞ্চে বারবার হারিয়ে দিচ্ছেন। মানুষের জন্য ৭৪টি জনমুখী প্রকল্প শুরু করেছেন। তার সুফল থেকে বিরোধীরাও বঞ্চিত হন না। মানুষ আমাকে জিতিয়েছে তাদের কাজ করব বলে, কিন্তু যে দলের কোনও নীতি নেই, উদ্দেশ্য নেই, কোনও লক্ষ্য নেই, সেই রাজনৈতিক দলে থেকে মানুষের জন্য কাজ করাটা অসম্ভব।” তাই সমস্ত দিক বিচার করে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিলেন তিনি
Link: https://x.com/ekhonkhobor18/status/1872637174425980964?s=19