Law and Order বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ফের ফুটে উঠল নৃশংসতার অভাবনীয় চিত্র। গত বুধবার বারাণসীতে সুজাবাদের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বস্তায় এক শিশুর নগ্ন দেহ উদ্ধার হয়! তার সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মশার ধূপ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। বহুক্ষণ খোঁজার পর তাঁকে না পেয়ে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। পুলিশের তরফে খবর, অভিযুক্ত যুবকের নাম ইরশাদ। তিনি নির্যাতিতার প্রতিবেশী। মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত। কিছু ক্ষণ পর তাঁকে একটি বস্তা নিয়ে বেরোতে দেখা যায়। ইরশাদের খোঁজে নির্যাতিতার পাড়ায় যায় পুলিশ। সেই সময় নিজেকে বাঁচাতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত যুবক।

এরপর পুলিশ পাল্টা গুলি চালালে পায়ে গুলি লাগে তাঁর। এরপর তাঁকে গ্রেফতার করে হাসপাতালে পাঠানো হয়। কাশী অঞ্চলের ডিসিপি সূত্রে খবর, অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে, একা পেয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। কিন্তু ধর্ষণে বাধা দেওয়ার পরেই রাগের মাথায় আট বছরের ওই শিশুকে খুন করে অভিযুক্ত। ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় বলেও জানিয়েছেন তিনি। প্রমান লোপাট করতে দেহটি বস্তায় ভরে একটি স্কুলের সামনে ফেলে দিয়ে আসে ইরশাদ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার দু’দিন পর অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872551355065553336