Woman Safety বছরের পর বছর কেটে গেলেও কাটেনি অন্ধকার। বিজেপিশাসিত উত্তরপ্রদেশে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। এবার যোগীরাজ্যে শ্বশুরবাড়ির লোকেদের নির্মম অত্যাচারের শিকার হলেন এক গৃহবধূ। পরপর দু’বার অ্যাসিড হামলা চালানো হল তার উপর!। বুলন্দশহরের সেই মহিলার গ্রেটার নয়ডায় বিয়ে হয় ১১ বছর আগে। বিয়ের পর থেকেই পণের দাবিতে বিভিন্ন ভাবে তার ওপর অত্যাচার করা হত। বছর তিনেক আগে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সেই সময় মহিলার উপর প্রথমবার অ্যাসিড হামলা করা হয়েছিল। কিছুদিন আগে ফের এক বার মহিলার শ্বশুরবাড়ির লোকেরা তাঁর গায়ে অ্যাসিড ছুঁড়েছে বলে অভিযোগ। ধৈর্যের বাঁধ পেরিয়ে যাওয়ায় এই নিয়ে বুলন্দশহরের সিনিয়র পুলিশ সুপারের অফিসে গিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।
Read More: ধর্ষণে বাধা দেওয়ায় আট বছরের শিশুকে খুন! – ফের অভাবনীয় বর্বরতা যোগীরাজ্যে, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
নির্যাতিতা জানিয়েছেন, তিন বছর আগে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। সেই থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর আরও বেশি করে অত্যাচার শুরু করেন। পুলিশকে ওই মহিলার বাবা অভিযোগ জানান, কন্যাসন্তানের জন্ম দেওয়ার ফলে তাঁর মেয়ের উপর অ্যাসিড হামলা করা হয়। মেয়ের সংসার বাঁচাতেই তখন বিষয়টি নিয়ে তাঁরা প্রশাসনের কাছে নিয়ে যায়নি। দুই পরিবার মিলে মিটমাট করে নিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা তাদের আশ্বস্ত করেছিলেন এই ধরনের ঘটনা থেকে তারা বিরত থাকবে। কিন্তু এত বছর পরেও পরিস্থিতি বদলায়নি একটুও দু’বছর আগে ওই মহিলা এক পুত্রসন্তানের জন্ম দেন।

মহিলা জানান, শ্বশুরবাড়ির লোকেরা তার সেই সন্তানকে বিক্রি করে দিয়েছেন। কিছুদিন হল অন্য এক মহিলাকে বাড়িতে এনে তাঁর সঙ্গে থাকতে শুরু করেছেন মহিলার স্বামী। গত দু’মাস ধরে অভিযোগকারী মহিলার সঙ্গে তাঁর বাবার বাড়ির লোকেদের ফোনে কথা বলতে দেওয়া হয়নি। পরিস্থিতি ভাল না বুঝতে পেরেই বাপের বাড়ির লোকেরা গ্রেটার নয়ডায় মহিলার শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছে তাঁরা দেখেন, মেয়ের হাত এবং কাঁধ পুড়ে গিয়েছে। তাঁরা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে নিয়ে এসে পুলিশের কাছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগ জানান। বুলন্দশহরের সিনিয়র পুলিশ সূত্রে খবর, মহিলা এবং তাঁর বাবা একটি অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হয়েছে। মহিলার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872624975900996030