Mamata Banerjee আগামী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে নিজের কর্মসূচির জানালেন তিনি। আগামী ৩০ ডিসেম্বর, সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে অনেকে আমায় জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম, যাব, পরে যাব। ৩০ ডিসেম্বর যাব।” পাশাপাশি জানান, সেদিন বেলা ১টায় সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এরপর ২ জানুয়ারি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন। ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন করতে যাবেন। সেখানে তিনি প্রথমে ভারত সেবাশ্রম সংঘ, পরে কপিলমুনির আশ্রম পরিদর্শন করবেন। ৮ জানুয়ারী বাবুঘাটে গঙ্গাসাগরের ক্যাম্প দেখতে যাবেন। সেখানে ই-ভেসেলের উদ্বোধন করবেন। এছাড়া ৫ ও ৬ ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস সামিটের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠক থেকে মমতা জানান, “নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম, সময়মতো যাব। ৩০ ডিসেম্বর বেলা ১টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালি যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে।” জানান, দুপুর একটায় সন্দেশখালির সরকারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সাহায্য করা হবে।

নিজে শতাধিক মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ হাজার উপভোক্তা উপকৃত হবেন। এর পাশাপাশি ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। সবদিক খতিয়ে দেখবেন। প্রথমেই তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘে। এরপরে কপিলমুণির আশ্রমে যাবেন। ৮ তারিখ মিলেনিয়াম পার্কের বিপরীতের মেলায় যাবেন মমতা। ই-ভেসেল পরিষেবার উদ্বোধন করবেন। আইটিসি-র এআই-র হাব নির্মিত হয়েছে। উদ্বোধনের জন্য সংস্থার তরফে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। সেখানে যাবেন কি না তা নিয়েও এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান মমতা। একই সঙ্গে জানান, ৫ ও ৬ ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস সামিট রয়েছে। সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হতে পারে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872535772383056306