Artificial Intelligence Hub এবার রাজ্যের বুকে গড়ে উঠতে চলেছে কৃত্রিম যন্ত্রমেধার হাব। নিজেই সেই সুসংবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বেশ কিছু পরিকল্পনার কথা জানান। বলেন, “আমার কাছে অনুরোধ এসেছে, আইটিসি ‘এ এই’ এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি সময় করতে পারলে বলে দেব। এখনি বলছি না। আইটিসির আরও দু’টি প্রজেক্ট রেডি আছে। আমরা সময় মতো করে দেব।”

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ওই সম্মেলনের আগে কালীঘাটের স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, ফেব্রুয়ারির প্রথম দিকে সেটিও উদ্বোধন করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। জগন্নাথ ধাম উদ্বোধন নিয়েও সকলকে বার্তা দেন তিনি। এদিন বছরের শুরুতেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়েও শুভেচ্ছা জানান মমতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872626666910183545