Nabanna গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। এবার সরকারি কাজের অগ্রগতির জন্য তৈরি অ্যাপ সংক্রান্ত বিষয়ের তথ্য যাচাই করতে ৮ জন অফিসারের একটি দল গঠন করল অর্থ দফতর। ইতিমধ্যেই এই নিয়ে একটি নির্দেশিকা জারি করে নানা দফতরকে পাঠানো হয়েছে। ৮ সদস্যের এই টিম অ্যাপ মারফত আসা তথ্যগুলি যাচাই করে সঠিক পদক্ষেপ নির্দিষ্ট করবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে কিনা তদারকি করবে। কিছুদিন আগেই রাজ্য সরকারের নানা প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে অ্যাপ চালু করা হয়। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, কোনও অফিসার সরকারি কাজ পরিদর্শনে গেলে তাঁকে জিপিএস অন করে রাখতে হবে। এর ফলে নবান্ন থেকেই অফিসারদের অবস্থান জানা যাবে। শুধু তাই নয়, অফিসাররা বাড়িতে বসে রিপোর্ট জমা দিতে পারবেন না। সরকারি কাজ করার জন্য সংশ্লিষ্ট অফিসারকে সেই জায়গায় পৌঁছে সেখান থেকে কাজের অগ্রগতি সম্পর্কে যাবতীয় তথ্য অ্যাপে আপলোড করতে হবে তাঁকে।
Read More: বড়ঞায় ময়ূরাক্ষীর ঘাটে কজওয়ে তৈরির নকশা শুরু করল রাজ্য সেচ দফতর – খুশি গ্রামবাসীরা
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। সেইসব বিষয় খতিয়ে দেখে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাখির চোখ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাই সরকারি প্রকল্পের কাজকর্ম গতি আনতে চাইছে নবান্ন। সরকারি অফিসারদের ধীর গতিতে কাজের ফলে প্রকল্পের কাজে দেরি হচ্ছে। নির্বাচনের আগে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য। ৮জন অফিসারদের মধ্যে একাধিক দফতরের বিশেষ সচিব, একাধিক অতিরিক্ত সচিব আছেন। এই অফিসারদের বেশিরভাগই ওএসডি পদে কর্মরত। পঞ্চায়েত থেকে গ্রামোন্নয়নের কাজে গতি বাড়াতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন। জাতীয় সড়ক সম্প্রসারণ এবং বেশ কয়েকটি প্রকল্পে রাজ্য সরকারের সহায়তা চেয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872281329834021128?s=19