Trinamool বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে আরও একবার প্রকাশ্যে এল বিজেপির গুণ্ডারাজ। ফের অশান্ত হয়ে উঠল নন্দীগ্রাম। খুন হলেন মহাদেব শ্রীসাই (বিল্লাই) নামের এক তৃণমূল কর্মী। এর পরেই বিক্ষোভ দেখতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগের তীর বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কিছুদিন আগেই নন্দীগ্রামে শ্রীকান্ত মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপিরই বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃন্দাবনচক ২৫৩ নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বিল্লাই। সাতেঙ্গা বাড়ি এলাকায় তাঁর একটি ছোট কাঠের দোকান আছে। বুধবার রাতে সেই দোকানের সামনেই তাঁকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা।
Read More:‘এক দেশ এক ভোট’ ও আম্বেদকর-ইস্যুতে বেঁকে বসেছে খোদ এনডিএ শরিকরাই! – কোণঠাসা মোদী-শাহ
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, কিছুদিন আগেই তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের জেলা জুড়ে নির্বাচনে ব্যাপক জয় পায় ঘাসফুল শিবির। এরপরই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়িতে ঢুকে তাঁকে খুনের অভিযোগ ওঠে। জানা গিয়েছে, নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জলপাই গ্রামে এক তৃণমূল কর্মীর পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এবার ফের ফুটে উঠল সেই হিংসার প্রতিচ্ছবি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872276144529228116?s=19