Mamata Banerjee কার্যত রাত জেগে সতর্ক দৃষ্টি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাহারাদার হিসেবে তাঁর নজর রয়েছে সব দিকেই। প্রতিনিয়ত একের পর এক জঙ্গি ধরা পড়ার খবর আসছে। কখনও ত্রিপুরা থেকে, কখনও আসাম থেকে।
প্রসঙ্গত, বুধবার অসম থেকে ধরা পড়েছে আনসারুল্লা টিমের আরও দুই জঙ্গি। তাদের কাছে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। রাইফেল থেকে কার্তুজ, হ্যান্ড গ্রেনেড কিছুই বাকি নেই। গত কয়েকদিনে বাংলাদেশ থেকে ক্রমাগত সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঘটেই চলেছে। বিএসএফ কার্যত ডাহা ফেল করছে সীমান্ত রক্ষায়। পাক মদতে বাংলাদেশ থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর মরিয়া প্রচেষ্টা চলছে। ত্রিপুরা, অসম হয়ে কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার কৌশল নিয়েছে এই ধরনের জঙ্গি সংগঠনগুলি। উৎসবের এই আবহে বাংলাকে অশান্ত করার পরিকল্পনা রয়েছে একাধিক জঙ্গি সংগঠনের। এই পরিস্থিতিতে বাড়তি নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের।
Read More: বড়দিন উদযাপন – দলনেত্রী মমতার নির্দেশে রাজ্যজুড়ে মানবিক কর্মসূচির মধ্য দিয়ে ক্রিসমাস পালন তৃণমূলের
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, কাজে কোনওরকম ঔদাসীন্য চলবে না। কেন্দ্র কী করছে সেদিকে নজর তো অবশ্যই রয়েছে, একই সঙ্গে বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে মুখ্যমন্ত্রী সদাসতর্ক। বিশেষ করে সংস্থাগুলিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষবরণের আগের এই উৎসবের মরসুমে যাতে যেকোনও রকমের নাশকতা ও অন্যরকমের অশান্তি করার পরিকল্পনা রোখা ওয়া যায়। প্রতিমুহূর্তের খবর রাখছেন মুখ্যমন্ত্রী নিজেই। দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশ। বর্ষবরণের প্রাকলগ্নে উৎসব চলছে নির্বিঘ্নেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1872211593368682676