ভারতের সংবিধানের জনক বাবাসাহেব আম্বেদকরের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সারা বাংলা জুড়ে ধিক্কার মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। এবার মমতার দেখানো পথেই দেশজুড়ে বিক্ষোভ করবেন অনগ্রসর শ্রেণি, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আগামী ২৮ ডিসেম্বর এই বিক্ষোভের ডাক দিয়েছে পিছড়েবর্গদের বিভিন্ন সংগঠন।
বাবাসাহেব ভীমরাও আম্বেদকর প্রসঙ্গে যে বিতর্কিত অশোভন মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার বিরুদ্ধে পথে নামার নির্দেশ সবার আগে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনে বাংলার সব জেলায়, ব্লকে এবং শহর কলকাতার সর্বত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূলেরই দেখানো পথে হেঁটে দেশের সর্বত্র প্রতিবাদ জানাবে অনগ্রসর শ্রেণি, দলিত এবং আদিবাসী সংগঠনগুলি। প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর আয়োজিত হবে এই বিক্ষোভ সমাবেশ। মঙ্গলবার এমনই জানানো হয়েছে সংগঠনগুলির তরফে স্বাভাবিকভাবেই এই ঘোষণার পরেই চাপ বেড়েছে বিজেপির।