বড়দিনের আবহে ঝলমলিয়ে উঠেছে শহর কলকাতা। পার্ক স্ট্রিট থেকে বড় বাজার, ক্রিসমাস উদযাপনের আনন্দে মেতে উঠেছে মানুষ। মঙ্গলবার রাত সেন্ট পলস ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনায় সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। এদিন প্রার্থনা শেষে ফাদারের আর্শীবাদও নিলেন মমতা। প্রতি বছরই বড়দিন উপলক্ষে ক্যাথিড্রাল চার্চে যান তিনি। মুখ্যমন্ত্রীকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা গিয়েছে।
সমাজমাধ্যমে মমতা জানিয়েছেন, তিনি বড় বাজারের ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় অংশ নিয়েছিলেন। কলকাতার আর্চবিশপ, মোস্ট রেভারেন্ড থমাস ডি’সুজার উপস্থিতিতে, তিনি সকলের স্বাস্থ্য, সুখ এবং মঙ্গল কামনা করেন। প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে গির্জায় ক্রিসমাসের বিশেষ ক্যারলে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণে বাংলায় সমস্ত উৎসবকেই গুরুত্ব দিয়ে পালনে উৎসাহী তিনি।