Trinamool মোদী-জমানায় দেশজুড়ে বারবার ফুটে উঠেছে কর্মসংস্থানের বেহাল চিত্র। ক্রমশ প্রকট হয়েছে বেকারত্ব। অথচ তাতে বিলকুল হেলদোল নেই প্রধানমন্ত্রীর। অব্যাহত রয়েছে তাঁর মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক ভাষণের ফুলঝুরি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে তিনি যে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অসত্য বলে প্রমাণিত হওয়ার পরেও চাকরি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে দু কোটি বেকারের চাকরি দেবে তারা৷ দেশের প্রধানমন্ত্রী পদে বসে মোদী নিজেও একই প্রতিশ্রুতি দেন।বিদেশে রক্ষিত কালো টাক্কা উদ্ধার করার স্বপ্ন দেখিয়ে প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল গেরুয়াশিবির৷ এই সমস্ত প্রতিশ্রুতিই যে বিজেপি এবং মোদী সরকারের ‘জুমলা’, তার প্রমাণ মিলেছে হাতেনাতে৷ বছরে দু কোটি বেকারের চাকরিও যেমন হয়নি, তেমনি পূরণ হয়নি প্রত্যেক ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার স্বপ্নও৷
Read More: পুলিশ সেজে কোটি কোটি টাকার প্রতারণা! – ধৃত নদিয়ার যুব বিজেপি নেতা, তীব্র অস্বস্তিতে পদ্মশিবির
এমতাবস্থায় সোমবার ফের একরাশ মিথ্যা বললেন প্রধানমন্ত্রী মোদী৷ সরকারি উদ্যোগে পরিচালিত রোজগার মেলায় প্রধানমন্ত্রী নিজেই দাবি করলেন, তাঁর সরকার বিগত এক-দেড় বছরে দশ লক্ষের বেশি বেকারকে সরকারি চাকরির নিয়োগপত্র দিয়েছে৷ তাঁর দাবি, এটি নাকি সর্বকালীন ‘রেকর্ড’! প্রধানমন্ত্রীর এই দাবির মাধ্যমেই সরকারের মিথ্যাচার ফের সামনে এসেছে৷ প্রশ্ন উঠে গেছে বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি নিয়ে৷ এপ্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়৷ “মোদী সরকারের সবটাই প্লেইং ট্যু দ্য গ্যালারি, কোন কিছুর মধ্যেই সত্যতা কতটা তা যথেষ্ট সন্দেহ আছে”, এমনই বক্তব্য তাঁর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1871529636154556739?s=19