India Alliance সর্বভারতীয় রাজনীতি আঙিনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা তাৎপর্যপূর্ণ, তা হাতেনাতে প্রমাণ হয়ে গেল আরও একবার। এবার জননেত্রী মমতাকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মুখ হিসেবে তুলে ধরার দাবি উঠল এবার কংগ্রেসের মধ্যে থেকেই। জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যাকেই চাই, ইতিমধ্যেই এমন জোরালো দাবি তুলেছে বেশ কিছু শরিক দল। তৃণমূল সুপ্রিমোকে ইন্ডিয়ার মুখ করতে সওয়াল করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে শুরু করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনার উদ্ধব শিবিরের সঞ্জয় রাউত প্রমুখ। আর এবার কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার দাবি করেছেন, ‘ইন্ডিয়া’র মুখ হিসেবে মমতাই যোগ্যতম।
সোমবার বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়ে দেন, কংগ্রেসকে জোটের নেতৃত্ব ছাড়তে হবে। ইন্ডিয়া জোটের মুখ হওয়ার যোগ্য অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেসের উচিত, যে বা যাঁরা চাইছেন, তাঁদের হাতে নেতৃত্বের রাশ ছেড়ে দেওয়া। মণিশঙ্কর আইয়ারের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে হাত শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভা নির্বাচনে বাংলায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। ২০২১-এর নির্বাচনেও বিজেপিকে শোচনীয়ভাবে হারায় তৃণমূল। তারপর রাজ্যে যত উপনির্বাচন হয়েছে, সর্বত্রই ধরাশায়ী হয়েছে বিজেপি। অন্যদিকে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। ফলত কংগ্রেসকে নেতৃত্ব থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সওয়াল পোক্ত হয়ে উঠছে ক্রমশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1871487714476077262?s=19