Trinamool সম্প্রতিই সংসদে দেশের সংবিধানের প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে নিন্দার ঝড় বইছে সারা দেশজুড়ে। আজ, সোমবার বৃহত্তর প্রতিবাদে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, শাখা সংগঠনের সভাপতি, কর্পোরেশনের মেয়র এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা প্রস্তুত। জেলায় জেলায়, ব্লকে ব্লকে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জাতিবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ধিক্কার-মিছিল করবেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই সংসদে প্রতিবাদের ঝড় তুলেছেন তৃণমূল সাংসদেরা। সমাজমাধ্যমে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন নেত্রী। সেখানেই আন্দোলনের সুর বেঁধে দিয়েছিলেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, “সংবিধান-প্রণেতা আম্বেদকরের অপমান মানছি না, মানব না!” জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে তিনি লিখেছিলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বাবাসাহেবকে অপমান করেননি, সংবিধানের মেরুদণ্ডের উপর তিনি আঘাত করেছেন। আঘাত করেছেন আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনেদের বিশ্বাসে। তাই বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতেই আজ রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ-মিছিল সংঘটিত হবে। সোমবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত চলবে ধিক্কার-মিছিল।” গণতন্ত্র রক্ষার এই মিছিলে সবাইকে আহ্বান জানান দলনেত্রী। “আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই। সেইমতোই আজ রাজ্য জুড়ে প্রতিবাদে গর্জে উঠবে তৃণমূল”, জানান মমতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1871108814248010036?s=19