Ritabrata Banerjee আরও একবার মোদী সরকারকে কড়া আক্রমণে বিঁধলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলার শামসেরগঞ্জের কাঁকুড়িয়া ফুটবলমাঠের বিপুল শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রকে একহাত নিলেন তিনি। স্পষ্টতই বললেন, “কেন্দ্রীয় সরকারের কারণেই চা ও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা যাচ্ছে না। বিড়ি শ্রমিকদের আবাসন প্রকল্প বন্ধ। পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। এগুলো কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। বিড়ি শ্রমিক হাসপাতালগুলির অবস্থাও বেহাল। অথচ কেন্দ্রীয় সরকার বিড়ি থেকে রাজস্ব আদায় করছে বছরে প্রায় ১১২৪ কোটি টাকা।” এদিন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের আহ্বানে শামসেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে বিকেলে শ্রমিক সমাবেশ করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিধায়ক মনিরুল ইসলাম, ধূলিয়ান চেয়ারম্যান ইনজামামুল ইসলাম প্রমুখ। সমাবেশে চাচন্ড পঞ্চায়েতের দুই সদস্য কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে।
Read More: এগিয়ে বাংলা – পূর্বাঞ্চলের ৪৪ শতাংশ জিডিপি রাজ্যের দখলে, জানালেন অমিত মিত্র
কেন্দ্রকে অভিযোগে বিদ্ধ করার পাশাপাশি রবিবারের সমাবেশ থেকে স্থানীয় বিড়ি মালিকদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন ঋতব্রত। সাফ জানান, শ্রমিকদের বাঁধা বিড়ি থেকে ছাঁট কেটে নেওয়া চলবে না। প্রত্যেক বিড়িশ্রমিক যাতে প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত হন, সে ব্যবস্থা করতে হবে। নতুবা প্রভিডেন্ট ফান্ড অফিসগুলির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবে তৃণমূল। প্রভিডেন্ট ফান্ডের জঙ্গিপুর আঞ্চলিক যে অফিস বহরমপুরে নিয়ে যাওয়া হয়েছে, তা বহরমপুরে থাক। উমরপুরে আরেকটি অফিস চালু করতে হবে। ২৪০ টাকা মজুরি চালুর দাবি পূরণ নিয়ে বিড়ি মালিকদের কোনও ঔদাসীন্য বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘিতে সভা করতে এসে বিড়ি শ্রমিকদের মজুরি ২৩০ থেকে ২৪০ টাকা করার কথা বলেছিলেন। প্রতি হাজার বিড়ি বাঁধাইয়ের জন্য ২৪০ টাকা মজুরি দিতে হবে, সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এমনই দাবি তুলেছেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1870459071469604900