Bengal আরও একবার সারা দেশে অগ্রণী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। মমতার আমলে শিল্প থেকে কৃষি, সংসদে নারীশক্তি থেকে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী, সবক্ষেত্রেই তরতরিয়ে চলেছে উন্নয়ন। ঋণ নিয়ে পরিশোধ করার নিরিখেও এবার দেশের সেরার স্থান অর্জন করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। সম্প্রতি নিউ টাউনে সরস মেলার উদ্বোধন করে সেই পরিসংখ্যান পেশ করেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষমতায়নের শীর্ষে পৌঁছেছেন বাংলার নারীরা। বাংলার মুখ্যমন্ত্রী নারী-কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তাঁর জনকল্যাণমূলক পরিকল্পনায় এমন কিছু প্রকল্প তিনি চালু করেছেন, যার সুফল ভোগ করছে বাংলা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিও। কেন্দ্রের পরিসংখ্যানই বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। মুখ্যমন্ত্রীর অনুপ্ররেণায় বাংলা জুড়ে কর্মসংস্থান গড়ছে ১২ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী।
Read More: বার্ধক্যভাতায় থাকছে না আর আয়ের সীমারেখা – সিদ্ধান্ত মমতা সরকারের, উপকৃত হবেন লক্ষ লক্ষ উপভোক্তা
প্রসঙ্গত, নিউটাউন মেলা গ্রাউন্ডে সরস মেলার উদ্বোধন মঞ্চে পরিসংখ্যান সহযোগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির সাফল্যের কথা তুলে ধরেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি জানান, বাংলায় ১২ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তা দেশের মধ্যে সর্বাধিক। প্রায় ১১ লক্ষ গোষ্ঠীকে চলতি অর্থবর্ষে ৩০ হাজার কোটি টাকা ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ২০২৪-এর নভেম্বর পর্যন্ত ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা ছাড়া হয়ে গিয়েছে। এর থেকেও বড় কথা হল, এই ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষেত্রে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি দেশের মধ্যে সেরা। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। ঋণ অনাদায়ও মাত্র ১.৪১ শতাংশ। দেশের সমস্ত রাজ্যের তুলনায় সর্বনিম্ন এই হার। মন্ত্রীর কথায়, এখনও পর্যন্ত এক লক্ষ ১৭ হাজার ৩৪৯ কোটি টাকার ঋণ প্রদান সুনিশ্চিত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনরশিপ প্রোগ্রামের মাধ্যমে শ্রেষ্ঠ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি কাজের সুযোগ তৈরি করে দিতে সরস মেলা থেকে ১০ কোটি টাকা মূল্যের একটি বিশেষ প্রকল্পের সূচনা হয়। উল্লেখ্য, বর্তমান অর্থবর্ষে রাজ্যের গোষ্ঠীগুলির প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা বৃদ্ধি করেছে। বাংলার অর্থনীতিকে এভাবেই এগিয়ে দিচ্ছে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি। বাংলায় মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলিই মূল চালিকাশক্তি। কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টেই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বাংলায় তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই। সেই এমএসএমইগুলিতে কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। এই সেক্টরে মহিলা উদ্যোক্তার সংখ্যার নিরিখে বাংলা রয়েছে দেশের শীর্ষে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1871183247285297659?s=19