Webcoupa তড়িঘড়ি শুরু হয়ে গেল কাজ। কমিটি তৈরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার স্থায়ী সমাধান করতে তৎপর ওয়েবকুপা। ইতিমধ্যেই সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করেছেন। এই সদস্যরাই এবার জেলা স্তরের কমিটির সদস্যদের নাম বাছাই করে সভাপতির কাছে পাঠাবে। সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ব্রাত্য বসু। ১১ জন ওয়েবকুপা অ্যাড হক কমিটিতে রয়েছেন : সেলিম বক্স মন্ডল, সুমন বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ মণ্ডল, শামিম আহমেদ, মহীতোষ গায়েন, সিদ্ধার্থ সাহা, প্রদীপ্ত মুখোপাধ্যায়, অসীম মণ্ডল, প্রিয়াঙ্কা গুহ রায়, নম্রতা কোঠারি ও সায়ন মুখার্জি। এবার জেলা কমিটি গঠনের কাজ আরম্ভ হবে।
Read More: মুশকিল আসান ‘বাংলার বাড়ি’ – বড়দিনের মধ্যেই ১২ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা
প্রসঙ্গত, জেলার কলেজগুলি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূর করতে জেলা স্তরের কমিটি গঠনের প্রক্রিয়া আগামী সাতদিনের মধ্যে শুরু করছে অ্যাড-হক কোর কমিটি।।ওয়েবকুপা সভাপতি ব্রাত্য বসু ইতিমধ্যেই বেশ কিছু নির্বাচিত নামের তালিকা কোর কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছেন। সেই তালিকা থেকে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে নাম বাছাই করে কোর কমিটির সদস্যরা ফের পাঠাবেন সভাপতির কাছে। তিনি সেই তালিকায় সবুজ সংকেত দিলেই কোর কমিটি শুরু করবে জেলা কমিটি গঠনের কাজ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1871125092660613230?s=19