Abhishek Banerjee তিনি জননেতা। জনসাধারণের ‘কাছের মানুষ’। আমজনতার বিপদে-আপদে বারবারই মুশকিল আসান হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গরাজনীতির আঙিনায় সর্বজনবিদিত তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’। এবার শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠল পড়ুয়ার জীবনে। সৌজন্য ‘এক ডাকে অভিষেক’। এক ফোনেই পড়ুয়ার পাশে দাঁড়ালেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির পথ খুলে গেল দীপককুমার রায়ের।
Read More: আম্বেদকরকে অপমানের প্রতিবাদে কর্মসূচি – ২৩ ডিসেম্বর দুপুরে সারা বাংলা জুড়ে পথে নামছে তৃণমূল
প্রসঙ্গত, শুক্রবার ‘এক ডাকে অভিষেক’-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন দীপক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি উমেশচন্দ্র কলেজের ছাত্র। দেরি হয়ে যাওয়ায় রেজাল্ট হাতে পাননি তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে এদিনই রেজাল্ট জমা না দিলে এম কম-এ ভর্তি হতে পারবেন না। এই পরিস্থিতিতে ছাত্র সংসদের দ্বারস্থ হন তিনি। কিন্তু সুফল মেলেনি। কলেজের প্রিন্সিপালকেও ফোন করে
সমাধান হয়নি। তাই তিনি কোনও দিশা না পেয়ে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন। তারপর ঘণ্টা তিনেকের মধ্যে হাতেনাতে মিলল সুরাহা। বাণিজ্য বিভাগের স্নাতকোত্তরে ভর্তি হবেন দীপক। এ জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অকুণ্ঠ ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1870415416931078605?s=19