Mamata Banerjee মঙ্গলবার রাজ্যসভায় দেশের সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের মন্তব্যে রীতিমতো স্তম্ভিত তিনি। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে এসে এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বড়দিনের ছুটি তুলে দেওয়া নিয়েও সরব হন তিনি।
প্রসঙ্গত, আম্বেদকর ইস্যুতে বুধবার থেকেই তুমুল উত্তপ্ত সংসদ। অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো। বিরোধিতায় মুখর হয়েছে কংগ্রেস। ইতিমধ্যই শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল ও কংগ্রেস।

এদিন বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে মমতা বলেন, “প্রতিটি সম্প্রদায়েরই আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন। বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত!” বড়দিনের ছুটি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন মমতা। “এর আগে আমি আরও একটি বিষয়ে অবাক হয়েছিলাম। ২৫ ডিসেম্বর জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছে। কিন্তু আমাদের রাজ্যে সেদিন ছুটি থাকবে”, সাফ জানান বাংলার মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1870036951208022154