Christmas প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের সংখ্যা। এবার বড়দিনের আবহেও নতুন গান লিখে ফেললেন তিনি। বৃহস্পতিবার বড়দিন উৎসব উদ্বোধন করতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান অ্যালেন পার্কে ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে
ক্রিসমাস কার্নিভাল ১৯ ডিসেম্বর থেকে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হলেও ২০ ডিসেম্বর থাকছে শিল্পী রেমো ফার্নান্ডেজের গানের অনুষ্ঠান।
খ্রিস্টান সম্প্রদায় ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতার অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর আয়োজন করবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬শে ডিসেম্বর কলকাতা পুলিশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের উদ্যোগে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত করা হবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, একতা। ঈশ্বরের কাছে প্রার্থনা। আমিও প্রার্থনা করি।” এরপরই বড়দিন উপলক্ষ্যে তিনি তাঁর নতুন গানের কথা উল্লেখ করে বলেন, “প্রত্যেক উৎসবেই গান লিখি। তাই বড়দিনেও শান্তির জন্য গান লিখেছি। ছোট্ট করে একটা করেছি। সময় কম পেয়েছি। হাঁটতে হাঁটতেই পরশুদিন গান লিখে দিয়েছি। শ্রীরাধাকে দিয়ে একদিনের মধ্যে সুর করিয়েছে।” ইন্দ্রনীল সেন গান প্রসঙ্গে বলেন, “৩৬ ঘণ্টা আগে ফোন করে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জানালেন। সকাল পর্যন্ত তিনি বলছিলেন নানা সংশোধনের কথা।” এরপর শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গানটি গাওয়ার পর আপ্লুত হন সকলেই। একযোগে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর লেখা ও সুরারোপিত ক্রিসমাসের এই গান সকলের ভাল লেগেছে। এরপর ইন্দ্রনীল সেন আরও দুটি গান গেয়ে শোনান। গলা মেলান মুখ্যমন্ত্রী নিজেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, কৃষ্ণা চক্রবর্তী, মালা রায়, ফিরহাদ হাকিম-সহ আরও অনেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1869734638463451541